নেককার সন্তান লাভের দোয়া - দ্রুত সন্তান লাভের আমল

 আমরা সবাই আমাদের জীবনে নেককার সন্তান আশা করি। সেইজন্য নেককার সন্তান লাভের দোয়া করে থাকি আল্লাহ তালার কাছে। আজকের এই আর্টিকেলে নেককার সন্তান লাভের দোয়া উপরকে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা নেককার সন্তান পেতে চান তাহলে নেককার সন্তান লাভের দোয়া করুন আল্লাহ তায়ালার কাছে।

আপনি যদি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন তাহলে নেককার সন্তান লাভের দোয়া সম্পর্কে জানতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে নেককার সন্তান লাভের দোয়া গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

কনটেন্ট সূচিপত্রঃ নেককার সন্তান লাভের দোয়া - দ্রুত সন্তান লাভের আমল

নেককার সন্তান লাভের দোয়া - দ্রুত সন্তান লাভের আমলঃ ভূমিকা

পৃথিবীতে সকল পিতা-মাতা চাই তাদের সন্তান নেককার হোক। নিজের আশা পূরণ হয় আবার অনেকের পূরণ হয় না। কিন্তু সন্তান জন্ম হওয়ার পূর্বেই সন্তান যেন নেককার হয় সেই জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ তায়ালার কাছে তা চেয়ে নিতে হবে। আজকের এই আর্টিকেলে নেককার সন্তান লাভের দোয়া সম্পর্কে আলোচনা করব।

আরো পড়ুনঃ মসজিদে প্রবেশের দোয়া ও মসজিদ থেকে বের হওয়ার দোয়া

এছাড়া আরো থাকবে রাব্বি হাবলি মিনাস সন্তান লাভের দোয়া, সুস্থ ও সুন্দর সন্তান লাভের দোয়া, ছেলে সন্তান লাভের দোয়া, সন্তান লাভের দোয়া বাংলায়, যমজ সন্তান লাভের দোয়া, দ্রুত সন্তান লাভের আমল আলোচনা করা হলো।

নেককার সন্তান লাভের দোয়া - রাব্বি হাবলি মিনাস সন্তান লাভের দোয়া

একজন নেককার সন্তান নেওয়ার জন্য আল্লাহ তালার কাছে সময় প্রার্থনা করতে হবে। কারণ আমাদের ইহকালের জীবনে এবং পরকালের জীবনে একজন নেককার সন্তান খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে অনেকেই রাব্বি হাবলি মিনাস সন্তান লাভের দোয়া সম্পর্কে জানতে চাই সাধারণত তাদের জন্য আজকের এই আর্টিকেলটি। নেককার সন্তান লাভের দোয়া একমাত্র আল্লাহ তায়ালার কাছে করতে হবে।

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ বলেছেন, " মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক মর্যাদাপূর্ণ বিষয় আর নেই।"{ তিরমিজি} আল্লাহ তায়ালা কুরআন মাজীদে তার কাছে সাহায্য প্রার্থনা করতে বলেছেন। আল্লাহ তায়ালা বলেন, " তোমাদের পালন করতে হবে বলেন, তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব।"{ সূরা মুমিনঃ ৬০}

হজরত জাকারিয়া আঃ বার্ধক্য পর্যন্ত নিঃসন্তান ছিলেন। তিনি দেখতে পেলেন আল্লাহ তাআলা ফলের মৌসুম ছাড়াই হজরত মারইয়াম আঃ কে ফল দান করে রিজিকের ব্যবস্থা করেন। তখন তাঁর মনে সন্তানের জন্য সুপ্ত আকাঙ্ক্ষা জেগে উঠল। তিনি সাহস পেলেন যে, আল্লাহ বৃদ্ধ দম্পতিকেও সন্তান দান করতে পারেন। তাই তিনি আল্লাহর দরবারে নিচের দুআটি করেন। আর সন্তান হওয়ার জন্য দুআ করা পয়গাম্বরগণের সুন্নাত।

দোয়াটি হলঃ

আরবিঃ رَبِّ هَبْ لِي مِن لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاء

বাংলা উচ্চারণঃ রাব্বি হাবলি মিল্লাদুনকা জুররিয়্যাতান ত্বাইয়্যিবাতান, ইন্নাকা সামিউদ দুআই {সূরা আল-ইমরানঃ আয়াত ৩৮}

বাংলা অর্থঃ হে আমাদের প্রভু! আপনার নিকট থেকে আমাকে পূত-পবিত্র সন্তান দান করুন। নিশ্চয় আপনি প্রার্থনা কবুলকারী।

আরবিঃ رَبِّ لَا تَذَرْنِى فَرْدًا وَأَنتَ خَيْرُ ٱلْوَٰرِثِينَ

উচ্চারণঃ রব্বি লা-তাযারনি ফারদাঁও ওয়া আন্তা খাইরুল্ ওয়ারিছিন।

অর্থঃ হে আমার রব, আমাকে একা রেখো না। তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী।’ {সুরা আম্বিয়া, আয়াতঃ ৮৯}

সুস্থ ও সুন্দর সন্তান লাভের দোয়া

একজন পিতা-মাতা হিসেবে আমরা সকলেই চাই যে আমাদের সুস্থ ও সুন্দর সন্তান জন্ম হোক। সুস্থ ও সুন্দর সন্তান লাভের দোয়া রয়েছে। অবশ্যই সুস্থ ও সুন্দর সন্তান লাভের দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে। কারণ যে কোন জিনিস চাইলে আল্লাহ তা'আলা দিতে পারেন আবার সেটি চাইলে আল্লাহ তায়ালা নাও দিতে পারেন। তাই একজন নেককার সন্তান লাভের দোয়া সব সময় আমাদের করতে হবে।

আরো পড়ুনঃ বাংলা আর্টিকেল লিখে আয় পেমেন্ট বিকাশে মাসে ১৫০০০

আরবিঃ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

উচ্চারণঃ রাব্বানা-হাবলানা-মিন্ আয্ওয়াজ্বিনা ওয়া যুররিয়্যা-তিনা-কুররাতা আ’ইয়ুন, ওয়া জা’আল্না-লিল মুত্তাকিনা ইমামা।

অর্থঃ হে আমাদের প্রতিপালক, আমাদের জীবনসঙ্গীর পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান দান করুন এবং আমাদেরকে আল্লাহভীরুদের জন্যে আদর্শস্বরূপ দান করুন। {সুরা ফুরকান, আয়াতঃ ৭৪}

ছেলে সন্তান লাভের দোয়া - সন্তান লাভের দোয়া বাংলায়

সন্তান হল আল্লাহ তায়ালার একটি বড় নেয়ামত। অনেকেই ছেলে সন্তান পছন্দ করে থাকে। যারা ছেলে সন্তান পছন্দ করে থাকে সাধারণত তারা ছেলে সন্তান লাভের দোয়া করে থাকে সবসময়। যারা সন্তান লাভের দোয়া বাংলায় জানেনা তাদের জন্য নিচে সন্তান লাভের দোয়া বাংলায় উল্লেখ করা হলো।

আল্লাহ তাআলা বলেন, "আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা ছেলে-মেয়ে উভয়ই দান করেন। আবার যাকে ইচ্ছে বন্ধ্যা করেন।" {সুরা আশ-শুরাঃ ৫০} হজরত ইবরাহিম আঃ একসময় নিঃসন্তান ছিলেন। বৃদ্ধ বয়সে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন সৎ পুত্র সন্তানের জন্য।

আরবিঃ رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ 

বাংলা উচ্চারণঃ রাব্বি হাবলি মিনাস সলেহিন

অর্থঃ হে আমার প্রভু! আমাকে এক সৎপুত্র দান করুন। {সুরা সাফফাতঃ ১০০}

আল্লাহ তায়ালা যে সকল পিতা মাতার সন্তান নেই তাদেরকে এই দোয়াটি শিখিয়েছেন তার নিচে উল্লেখ করা হলো।

আরবিঃ رَبِّ لَا تَذَرْنِى فَرْدًا وَأَنتَ خَيْرُ ٱلْوَٰرِثِينَ 

বাংলা উচ্চারণঃ রব্বি লা-তাযারনি ফারদাঁও ওয়া আন্তা খাইরুল ওয়ারিছিন

অর্থঃ হে আমার রব, আমাকে একা রেখো না। তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী {সুরা আম্বিয়াঃ ৮৯}

যমজ সন্তান লাভের দোয়া

অনেক সময় আমাদের আশেপাশে আমরা দেখে থাকি যে অনেকের জমজ সন্তান জন্মগ্রহণ করে। সাধারণত এটি আল্লাহ তাআলার ইচ্ছায় হয়ে থাকে। এখানে মানুষের কোন হাত নেই। তবে আমাদের যাদের যমজ সন্তানের ইচ্ছা রয়েছে সাধারণত তারা আল্লাহ তায়ালার কাছে যমজ সন্তান লাভের দোয়া করতে পারি। যমজ সন্তান লাভের দোয়া নিচে উল্লেখ করা হলো।

আরবিঃ رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّ اجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا

উচ্চারণঃ রব্বানা-হাবলানা-মিন্ আয্ওয়াজ্বিনা ওয়া যুররিয়্যা-তিনা-কুর্রতা আ’ইয়ুন ওয়া জা’আল্না-লিল মুত্তাকীনা ইমামা।

অর্থঃ হে আমাদের প্রতিপালক! আমাদের স্ত্রী ও সন্তান-সন্ততিদের আমাদের জন্য চোখ শীতলকারী করো এবং আমাদের পরহেজগারদের জন্য আদর্শ হিসেবে বানাও। {সূরা ফুরকান, আয়াতঃ ৭৪}

দ্রুত সন্তান লাভের আমল

আমাদের অনেকের বিয়ের অনেক বছর হয়ে যাওয়ার পরও সন্তান হয় না। সাধারণত আল্লাহতালার ইচ্ছাই এটি সম্ভব হয় না। কিন্তু আমরা দ্রুত সন্তান লাভের আমল করতে পারি। যেগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তায়ালার কাছে আমাদের দ্রুত সন্তান লাভের জন্য দোয়া করতে পারি।

আল্লাহ তাআলা হজরত জাকারিয়া আঃ এর সন্তান লাভের দোয়া কবুল করেছিলেন। তাঁকে দান করেছিলেন ছেলে সন্তান। তবে সন্তান লাভে আমল কেমন হতে হবে তা কোরআন মাজীদে আল্লাহ তায়ালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তা'আলা বলেন,

আরবিঃ فَاسْتَجَبْنَا لَهُ وَوَهَبْنَا لَهُ يَحْيَى وَأَصْلَحْنَا لَهُ زَوْجَهُ إِنَّهُمْ كَانُوا يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا وَكَانُوا لَنَا خَاشِعِينَ

বাংলা অর্থঃ তারপর আমি তার দোয়া কবুল করেছিলাম, তাকে দান করেছিলাম ইয়াহইয়া এবং তার জন্যে তার স্ত্রীকে প্রসব যোগ্য করেছিলাম। তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়ত, তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বিনীত। {সুরা আম্বিয়াঃ আয়াত ৯০}

নেককার সন্তান লাভের দোয়া - দ্রুত সন্তান লাভের আমলঃ উপসংহার

রাব্বি হাবলি মিনাস সন্তান লাভের দোয়া, সুস্থ ও সুন্দর সন্তান লাভের দোয়া, ছেলে সন্তান লাভের দোয়া, সন্তান লাভের দোয়া বাংলায়, যমজ সন্তান লাভের দোয়া, দ্রুত সন্তান লাভের আমল, নেককার সন্তান লাভের দোয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রিয় বন্ধুরা আশা করি আপনারা রক্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছেন।

আরো পড়ুনঃ ছাত্রদের টাকা আয় করার ২০ টি সেরা কার্যকরী উপায়

আপনাদের বিষয়গুলো জানাতে পেরে আমরা আনন্দিত। আপনার এবং আপনার পরিবারের সুস্থতা কামনা করে আজকের মত এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন আর্টিকেলে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ। ২০৮৭৬

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url