আইফোন ব্যবহারের নিয়ম - আইফোনের দাম কত ২০২৩

আইফোন ব্যবহারের নিয়ম লিখে অনেকেই গুগলেে অনুসন্ধান করে থাকেন। আইফোনের ফাংশন সাধারণ এন্ড্রয়েড ফোনের চাইতে কিছুটা কঠিন হওয়ায় আইফোন ব্যবহারের নিয়ম জানার প্রয়োজন হয়। তাই আজ এই পোস্টটিতে আপনাদের উদ্দেশ্য আইফোন ব্যবহারের নিয়ম এবং আইফোনের দাম কত ২০২৩ ইত্যাদি সংশ্লিষ্ট বিষয় বিস্তারিতভাবে উপস্থাপন করব। 
কাউকে যদি বলা হয় আপনার পছন্দের ফোন কোনটি তবে সে কোন ভাবনা চিন্তা না করেই উত্তর দেবে আইফোন। বর্তমানে iphone পৃথিবীর জনপ্রিয় স্মার্টফোনগুলোর তালিকা সবার উপরে অবস্থান করছে। কিন্তু iphone কিনলে এর ফাংশনগুলো না বোঝার কারণে অনেক সময় আমাদের ভোগান্তিতে পড়তে হয়। আপনাদের সেই ভোগান্তি নিরসন করার জন্য আজ আইফোন ব্যবহারের নিয়ম দেখিয়ে দেবো। একই সাথে পোস্টটি থেকে আপনারা আইফোনের দাম কত ২০২৩ জানতে পারবেন। 

পোস্ট সূচিপত্র - আইফোন ব্যবহারের নিয়ম জেনে নিন

আইফোন কবে থেকে মার্কেটে আসে

অ্যাপল ইনকর্পোরেটেড কোম্পানির তৈরি সুপার স্মার্টফোন যাতে আধুনিক সকল সুযোগ-সুবিধা রয়েছে সেটি মূলত আইফোন। স্টিভ জবস সর্বপ্রথম ২০০৭ সালের জানুয়ারি মাসে iphone আবিষ্কার করেন। আইফোন আবিষ্কারের ৬ মাস পর থেকে এটি বাজারে আসে। প্রাথমিক অবস্থায় আইফোনে তেমন ফিচার না থাকলেও বর্তমানের আধুনিক আইফোনে আপডেটেড অসংখ্য ফিচার রয়েছে যা আপনার চোখকে কপালে উঠিয়ে দেবে! তাই আইফোন ব্যবহারের নিয়ম জেনে রাখা উচিত।

আইফোন ব্যবহারের নিয়ম

পূর্ব থেকে না জানলে আইফোন ক্রয় করার পরে আপনি অনেকটা ধাঁধায় পড়ে যাবেন যে কিভাবে আইফোনের অপশনগুলো কাজ করে। তাই আপনাদের সুবিধার জন্য iphone ব্যবহার করার দরকারী কিছু নিয়ম এখানে উল্লেখ করব। তাই দেরি না করে আইফোন ব্যবহারের নিয়ম মনোযোগ দিয়ে পড়ে ফেলুন। 
  • আইফোন চার্জের সঠিক নিয়ম: আইফোন চার্জ দেওয়ার সময় সর্বপ্রথম একটি জিনিস মাথায় রাখতে হবে যে, কোন বিপদে না পড়লে সব সময় আইফোনের সাথে পাওয়া চার্জার দিয়েই চার্জ দিতে হবে। আপনি আইপ্যাডের চার্জার ব্যবহার করে দেখতে পারেন তবে চার্জ দ্রত হবে। ফাস্ট চার্জিং এর সময় খেয়াল রাখবেন ফোন যাতে গরম না হয়। আইফোনের ব্যাটারিকে ক্ষতি হাত থেকে বাঁচাতে রাতভর চার্জে দেওয়া যাবে না বরং নির্দিষ্ট সময় চার্জ দিয়ে প্লাগ খুলে দিতে হবে। আশা করি আইফোন চার্জের সঠিক নিয়ম বুঝতে পেরেছেন।
  • ব্যাক ট্যাপ সুবিধা চালু করা: iphone এর পেছনে থাকা অ্যাপল লোগোটি দিয়ে আপনি বিভিন্ন হিডেন টুলস ব্যবহার করতে পারবেন। একটি আপডেটেড ভার্সন আইফোনের সেটিংসে গিয়ে এক্সেসিবিলিটি অপশনে ক্লিক করতে হবে। তারপরের টাচ অপশনে গিয়ে পাবেন ব্যাকট্যাপ অপশন। অতঃপর, নিজের পছন্দসই অ্যাপ নির্বাচন করে ব্যাকট্যাপ অপশনে কয়েকবার ক্লিক করতে হবে। এভাবে ব্যাকট্যাপ অপশন ব্যবহার করে নিজের পছন্দ মত অ্যাপ ব্যবহার করতে পারবেন। মনে রাখবেন আইফোন ব্যবহারের নিয়ম আপনি চেষ্টা করলেই আয়ত্তে আনতে পারবেন। 
  • বিদেশি প্রতীক সমূহ অনুবাদ করুন: অনেক সময় বাইরের দেশে গেলে আমরা বিভিন্ন প্রতীক দেখে বুঝতে পারিনা যে এটি দ্বারা কি বুঝায়। সেজন্য আইফোন দিয়ে ছবি তুলে সেই ছবিটি বের করে আঙ্গুল টেনে লেখাটি হাইলাইট করতে হবে। অতঃপর পপআপ বার থেকে ট্রান্সলেশন অপশনে ক্লিক করলেই আপনার কাঙ্খিত প্রতীকটি ইংরেজি অথবা আপনার ভাষায় অনুবাদ হয়ে যাবে। 
  • ম্যাগনিফাইং করতে আইফোনের ব্যবহার: অনেক সময় কোন ছোট জিনিস বা লেখা বুঝতে আমাদের সমস্যা হয়। সেটিংস এর এক্সেসিবিলিটি অপশন থেকে ম্যাগনিফায়ার অপশনটি নির্বাচন করুন। তারপর সেটিংস থেকে কন্ট্রোল সেন্টারে গিয়ে কাস্টমাইজ কন্ট্রোলস সিলেক্ট করুন। অতঃপর প্লাস (+) অপশনটি থেকে ম্যাগিফায়ার সিলেক্ট করে যেকোনো জিনিস ম্যাগনিফাইং সুবিধা উপভোগ করতে পারবেন। 
  • iphone ব্যবহারের জন্য কিছু গোপন কোড: আইফোনের কিছু গোপন কোড এখানে সিরিয়ালে উল্লেখ করা হলো। ১) ফোনের আইএমআই নাম্বার জানতে *#০৬# ডায়াল করুন। ২) কলার আইডি গোপন করতে *৬৭ ডায়াল করবেন। ৩) *৪৩# ডায়াল করে কল ওয়েটিং চালু করুন। ৪) #৪৩# ডায়াল করে কল ওয়েটিং বন্ধ করতে পারবেন। ৫) মিনিট ধার করতে *৬৪৬# চাপুন। আইফোন ব্যবহারের নিয়ম আপনারা অনেকটাই জানলেন। এছাড়াও আইফোন ব্যবহারের আরো অজস্র নিয়ম রয়েছে যা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। 

আইফোনের সুবিধা ও অসুবিধা 

আপনারা কি আইফোন ব্যবহারের নিয়ম সম্পর্কে অবগত হয়েছেন। আইফোন ব্যবহার করলে ব্যবহারকারীরা দারুন সব সুবিধা পেয়ে থাকেন। কিন্তু এর কিছু অসুবিধাও রয়েছে। তাই এখন আইফোনের সুবিধা ও অসুবিধা সমূহ আপনাদের জানাবো। 
সুবিধা সমূহ:
  • আইফোনে আপনি এমন কিছু অ্যাপ ব্যবহার করতে পারবেন যা অন্যান্য সাধারণ ফোনে ব্যবহার করতে পারবেন না। 
  • আইফোনের ক্যামেরার পিকচার ও ভিডিও কোয়ালিটি অন্য যে কোন ফোনের চেয়ে অনেক হাই লেভেলের হয়। তাই আপনি প্রফেশনাল কাজেও আইফোন ব্যবহার করতে পারবেন।
  • আইফোনের আরও একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো এটি স্পাম মেসেজ গুলোকে ফিল্টার করে ফেলে। ফলে স্মার্ট ফোন বেশি সুরক্ষিত থাকে। 
  • আপনি চাইলে আইফোন দিয়ে মেসেজ অ্যাপটির মাধ্যমে অর্থ লেনদেন করতে পারবেন। যে সুবিধা এখনো অ্যান্ড্রয়েডে পাওয়া যায় না। 
  • আইফোন ব্যবহার করে ছবি, লিংক, টেক্সট প্রভৃতি অ্যাপ সুইচার প্যানেলের মাধ্যমে বিভিন্ন অ্যাপে খুব সহজেই ব্যবহার করতে পারবেন।
  • আইফোনে আইক্লাউড থাকায় যদি আপনারা আইফোন চুরি হয় তবে তা সহজেই শনাক্ত করতে পারবেন। আইফোন ব্যবহারের নিয়ম গুলো জানলে আরও ভালভাবে এর সুবিধা ভোগ করতে পাড়বেন।
অসুবিধা সমূহ:
  • আইফোনের সবচেয়ে বড় অসুবিধা হল এটিতে ব্যাটারি ব্যাকআপ কম পাওয়া যায়। 
  • অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যেখানে খোলা প্রকৃতির সেখানে আইওএস অনেকটা বদ্ধ অপারেটিং সিস্টেম যা নিয়ে অনেকে অভিযোগ করে থাকেন। 
  • আইফোনের দাম তুলনামূলক অনেক বেশি। যা কেনার জন্য সাধারণ ক্রেতাদের বেশ অসুবিধায় পড়তে হয়। 
  • অ্যাপল এর নিজস্ব ম্যাপিং সুবিধায় জড়িয়ে দেওয়া হয়েছে আইফোনে কিন্তু সেই ম্যাপিং সুবিধা এতটাই অবাস্তব যে, কোন জায়গায় সঠিক জিনিসটি খুঁজে পাওয়া দুষ্কর। 
  • আইফোনে ওয়েব থেকে কোন কিছু সরাসরি ডাউনলোড করা, iphone থেকে ছবি বা ভিডিও আরেকটি ফোনে শেয়ার করা বেশ ঝামেলার। এমনকি আইফোনে সফটওয়্যার জনিত বিভিন্ন অসুবিধা হতে দেখা যায়। এখন পোস্টের পরবর্তী অংশ থেকে আইফোনের দাম কত ২০২৩ সে সম্পর্কে ধারণা পাবেন। 

আইফোনের দাম কত ২০২৩ 

আপনারা ইতোমধ্যে আইফোন ব্যবহারের নিয়ম আংশিক জেনেছেন। আইফোনের সুবিধা-অসুবিধাগুলোও আপনাদের সামনে তুলে ধরেছি। এবার আইফোনের দাম কত ২০২৩ অর্থাৎ আইফোনের কিছু দামের আইডিয়া দেব। বাংলাদেশে মোটামুটি এই অফিশিয়াল প্রাইসে আইফোন গুলো বিক্রি করা হয়। 
  • Iphone 14 Pro Max (128 GB, Price - ৳196,599/-)
  • Iphone 14 Pro  (128 GB, Price - ৳178,499/-)
  • Iphone 14  (128 GB, Price - ৳146,999/-)
  • Iphone 13 pro max (128 GB, Price - ৳162,999/-)
  • Iphone 13 Pro   (128 GB, Price - ৳147,999/-)
  • Iphone 13 Mini   (128 GB, Price - ৳103,999/-)
  • Iphone 13   (128 GB, Price - ৳118,999/-)
  • Iphone 12   (128 GB, Price - ৳1,07999/-)
  • Iphone 11   (128 GB, Price - ৳84,999/-)
  • Iphone Xs (64 GB, Price - ৳90,000/-)
  • Iphone XR (128 GB, Price - ৳85,000/-)
  • Iphone X (64 GB, Price - ৳84999/-)
  • Iphone 8 Plus (64 GB, Price - ৳84000)
  • Iphne 8 (64 GB, Price - ৳64,999/-)

উপসংহার

প্রিয় ভিজিটরস! আশাকরি সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ে আপনারা আইফোন ব্যবহারের নিয়ম এবং আইফোনের দাম কত ২০২৩ সে সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ধারণা পেয়ে গেছেন। পোস্টটি পড়ে উপকৃত হয়ে থাকলে এখনই তা অন্যত্র শেয়ার করুন। iphone রিলেটেড আরো বিভিন্ন আপডেটেড পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো দিয়ে রাখতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। @23891

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url